প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:৫৪ পি.এম
রাজৈরে ইয়াবা ব্যবসায়ী রুবেল মুন্সী পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্রদিয়ে কুপিয়েছে আপন মামাতো ভাইব রিপন বেপারীকে

মাদারীপুর জেলার রাজৈর থানার কিসমদ্দি বাজিতপুর গ্রামে ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী রুবেল মুন্সি, তার ভাই এবং সহযোগী দের নিয়ে ধারালো দেশিও অস্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে আপন মামাতো ভাই রিপন বেপারীকে।
৭ জুলাই আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকার সময় সাধুরব্রীজ থেকে একটু দক্ষিন দিকে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান রিপন বেপারী (৪০)ভ্যানে করে বাড়ির দিকে আসতেছিল, লালমতি বেগমের বাড়ির সামনে আসলে কিছু বুঝে অঠার আগেই রুবেল ও তার সঙ্গীরা মিলে এলো পাতারী ভাবে কোপাতে শুরু করে রিপন বেপারি কে। রক্তাক্ত অবস্থায় রিপন দৌড় দিয়ে লালমতি বেগমের ঘরে আশ্রয় নেয়। রিপন বেপারীর চিৎকার শুনে আশে পাশের লোকজন বেড়িয়ে আসলে রুবেল মুন্সি ও তার সঙ্গীরা পালিয়ে যায়।
সাংবাদিকদের কাছে রুবেল মুন্সির মা জানান আমি আমার বাবার বাড়ির সম্পত টাকার বিনিময় আমার চার ভাইয়ের নামে দলিল করে দেয়ার পর থেকে রুবেল আমাকে মারপিট করে বাড়ি থেকে বের করেদেয় সেই থেকে আমি আমার ভাইদের আশ্রয়ে আছি। রুবেল একজন ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবাখোর। ওর নামে কয়েক বার থানায় অভিযোগও দিয়েছিলাম কিন্ত কোন লাভ হয় নাই। আজকের এই ঘটনার জন্য আমি আমার ছেলে রুবেল মুন্সির ফাঁসি চাই।
রাজৈর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খানের কাছে জানতে চাইলে তিনি দেশের মুখ প্রতিনিধিকে বলেন অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com