প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:২৭ পি.এম
সুনামগঞ্জ-১ (মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে মুরাদ তালুকদার কে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ

সুনামগঞ্জ-১ (মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তাহিরপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার। সুনামগঞ্জ -১ আসনে তরুণ ভোটাররা তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। ইতোমধ্যেই তার রাজনৈতিক প্রজ্ঞা মুগ্ধতা ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। সমর্থকদের সাথে নিয়ে সুনামগঞ্জ -১ আসনে (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ- মধ্যনগরের) প্রতিটি গ্রামে গ্রামে,হাট-বাজারে অন্যান্য ভোটারের মনও জয় করতে নিরলস প্রচার চালিয়ে যাচ্ছেন।
ছাত্রজীবনে আসাদ মুরাদ তালুকদার ঢাকায় সুনামগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সুনামগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। ঢাকা ভিত্তিক সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সম্মানিত উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালনে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবেও তাকে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গেছে।
এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী দুই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। হয়েছেন অমানবিক নির্যাতনের শিকার। তিনি ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন সামনের সারিতে। স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকাকালীন জাতিসংঘের ইয়াং ইয়ুথ লিডারশিপ কনফারেন্সেও অংশগ্রহণ করেন।
আসাদ মুরাদ তালুকদার অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়ীত ও প্রকৃতির সাথে লড়াই করে যাওয়া ভাটির মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।
কেন্দীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক আসাদ আহমদ মুরাদ বলেন,আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্য। আমার ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের পরামর্শে জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তারেক রহমানের আহ্বান রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত করণের মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই। দেশ-প্রেমিক, সুশিক্ষিত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে গ্রহনযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলার জন্য সুনামগঞ্জ ১ আসনে সকল পেশার জনগণের ভূমিকা রাখার আহব্বান জানাচ্ছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com