প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:৩৩ পি.এম
চুরি করতে এসে দোকানের ভিতর তালাবদ্ধ হয়ে আটকা – সকালে গনধোলাই

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশানা মার্কেট এলাকায় অবস্থিত রাসেল টেলিকম নামের একটি মোবাইল দোকানে চুরি করতে এসে এক অভিনব পরিস্থিতির মুখে পড়ে এক সংঘবদ্ধ চোর চক্র। চুরি করতে গিয়ে দোকানের ভেতরেই আটকা পড়ে চক্রের চার সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ছয়জন সদস্য রাসেল টেলিকমে চুরির উদ্দেশ্যে আসে। পরিকল্পনা অনুযায়ী, চক্রের চারজন দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। বাকি দুইজন বাইরে অবস্থান নেয়, যাতে দরজার তালা পুনরায় বন্ধ করে বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু কোনো এক কারণে বাইরে থাকা দুইজন আর তালা খুলে দোকানের ভেতরে থাকা চারজনকে বের করে আনতে পারেনি। ফলে দোকানের ভেতরে আটকা পড়ে যায় তারা।
রবিবার সকাল ৮টার দিকে দোকান মালিক দোকান খুলতে গেলে চুরির আলামত দেখতে পান এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। ওই সময় দোকান থেকে দুইজন চোর দ্রুত পালিয়ে গেলেও বাকি দুইজনকে জনতা ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং পুলিশে খবর দেয়। ধরা পড়া দুই চোর বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com