প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:৩৮ পি.এম
রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ১১ বছরের শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়া ইউনিয়নের হাউলীপাড়া গ্রামে পানিতে ডুবে পূজা বিশ্বাস নামে ১১ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ০৬ জুলাই রবিবার হাউলীপাড়া শীতলপুকুর নামের পুকুরে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পূজা হাউলীপাড়া গ্রামের বিষু চন্দ্র বিশ্বাসের বড় মেয়ে। সে সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
প্রত্যক্ষদর্শীর থেকে জানা যায়, রবিবার বেলা ১.০০ ঘটিকার সময় পূজা ও তার চাচাতো বোন মিষ্টি বিশ্বাস শীতল পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে পূজা ও তার বোন পানিতে ডুবে যেতে থাকে। তখন স্থানীয় লোকজন দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তারা এসে পানি থেকে ডুবন্ত অবস্থা থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মিষ্টি বেঁচে যায় ও ডাক্তার পূজাকে মৃত ঘোষণা করে।
পূজার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ঢল নেমে আসে। সকলে এই বিষয়ে গভীর শোক প্রকাশ করে।
পরে নিহত পূজাকে ডেমরা থানার বাউল বাজার শশ্মানে নিয়ে সৎকার করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com