ভোলার বিভিন্ন স্থানসহ দেশব্যাপী ধর্ষণ ও সামাজিক অপরাধ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জুলাই ছাত্র-জনতা৷
সোমবার দুপুরে লালমোহন চৌরাস্তা মোড়ে বৃস্টি উপেক্ষা করে প্রতিবাদ সমবেশ ও মানববন্ধনে বক্তারা
ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান৷একই সাথে ধর্ষকদের দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে ধর্ষকেদের যারা মদদ দিবে তাদের ও আইনের আওতায় আনার দাবী জানানো হয়৷ গত কয়েকদিনে ভোলার তজুমদ্দিন,বোরহানউদ্দিন ও লালমোহনে উল্লেখ্যযোগ্য অপরাধ বেড়ে গেছে বলে উল্লেখ্য করে বক্তরা বলেন,তজুমদ্দিনের স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় সারাদেশে আলোচনা সৃস্টি হয়েছে৷এসব অপরাধ যারা ঘটায় তাদের কোন ধরণের ছাড় যেন না দেওয়া হয়৷
ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য সচিব শামস উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাসনাইন আল মুসা,ভোলা জেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোর্শেদ উল ইসলাম চৌধুরী,নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য শামিম আহমেদ,ইসলামী ছাত্র আন্দোলনের এর সভাপতি মোঃফিরোজ,গণঅধিকার এর ভোলা দপ্তর সম্পাদক রাহাত হোসেন রুমি প্রমূখ৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com