নাসিরনগরে ১০০ গ্রাম গাঁজাসহ অসিত দেব (৫০) নামে এক মাদকসেবীকে ইউএনও'র উপস্থিতিতে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাতে নাসিরনগর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। অসিত দেব নাসিরনগর সদরের মৃত সরাজ দেবের ছেলে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের সহায়তায় ঐ যুবককে গাজাঁসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com