প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১:৩৪ পি.এম
ভোলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৩

ভোলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ও চরকালি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী এলাকায় সোমবার রাত ২ টায় কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা হতে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ জন নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, ঢাকার শের-ই বাংলা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ উজ্জল হোসেন (৪২), চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মাতাব্বর (৫৫), সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম মুন্সি (৫২)। আটককৃত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com