প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৪:০৬ এ.এম
জামালপুরে স্বাস্থ্যকর্মীদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন

জামালপুরে স্বাস্থ্যকর্মীদের ৬ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা।
আজ মঙ্গলবার (৮ জুলাই ) সকাল ৮ ঘটিকা থেকে ১১ টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জামালপুরের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এ কে এম তাহেরুল আলম ( মনি ) ও দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান হাবীব জিলানী।
এসময় বক্তারা বলেন- স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী কর্মীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক / সম্মান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দাবির কথা তুলে ধরেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com