প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৪:০৮ এ.এম
আত্রাইয়ে স্বেচ্ছা শ্রমে সড়ক সংস্কার

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের করেছে দোকানদারেরা। মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার তুলাপট্টি তিন মাথার তরুণী মিষ্টান্ন ভান্ডার থেকে সেতু কসমেটিকসের দোকান পর্যন্ত প্রায় ১০০ মিটার সড়কে খোয়া বালি ফেলে সংস্কার করা হয়েছে।
জানা গেছে, তুলাপট্টি তিন মাথার তরুণী মিষ্টান্ন ভান্ডার হতে রেজিস্ট্রি অফিস শুভমকে যাওয়ার সড়কের পাকা সড়ক থাকলেও বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। সড়কের দুইপাশ দিয়ে দোকান ঘর থাকায় সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে যায় হাঁটু পানি আর কাঁদ, ফলে সড়কের দুই পাশে থাকার দোকানীরা বেচাকেনা করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় দশ বছর থেকে পড়ে থাকা অবহেলিত সড়কটির বিষয়ে বারবার বিভিন্ন নেতাকর্মী এবং ইউনিয়ন চেয়ারম্যানদের বলা সত্বেও সংস্কার করা হয়নি আজও।
অবশেষে দোকানিরা নিজেরা উদ্যোগ নিয়ে সড়কের প্রায় ১০০ মিটার সড়ক তাদের নিজের অর্থায়নের মধ্যেমে সংসার করেন। সড়কের পাশে থাকা বিভিন্ন দোকান মালিকরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভুগছি সড়কে নিয়ে, সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে। পানির কারণে অনেক কাস্টমার দোকানে আসতে পারে না, আমাদের বেচাকেনা অনেক সমস্যা হয়। এই সমস্যার কথা আমরা বিভিন্নভাবে চেয়ারম্যান মহোদয় এবং নেতা কর্মীদের জানালো তারা কোন উদ্যোগ নেয়নি। অবশেষে আমরা দোকানিরা নিজ অর্থায়নে সড়কটি সংসার করা উদ্যোগ নেই। এবং আমরা প্রায় ১০০ মিটার সড়ক পুরোটাই সংস্কার করি। সড়ক সংস্কার করার সময় হেনা-সু স্টোরের মালিক মাসুদ রানা, মাসুদ চা স্টল মালিক মাসুদ, রাবেয়া জুয়েলার্সের মালিক মোঃ শহিদুল ইসলাম, সীমা কসমেটিক্স মালিক শহিদুল ইসলাম সহ অনেক দোকান মালিকরা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com