নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমান সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ইসলামপুর গ্রামে তার ভোগ দখলীয় জমির ৫ - ৮ বছরের বারি ৪ জাতের আমের জাত ১০০-১৫০ আম গাছ গত ৫ জুলাই কেটে ফেলা হয়। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। তিনি বাধা দিলে প্রান নাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মোঃ বুলবুল ইসলাম সহ মোট ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। মোঃ বুলবুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন ওই আমাদের পৈতৃক সুএে প্রাপ্ত সম্পওি। জমিটি নিয়ে একাধিকবার শালিশ দরবার হয়েছে। এতদিন বৈধ দলিল পএ ছাড়ায় তারা জমি দখল করে আসছিল। গাছ গুলো কেটে ফেলে আমাদের জমি আমরা দখল মুক্ত করেছি।এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক জান্নাত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com