প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৪:১৪ এ.এম
আশুলিয়ায় এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

আশুলিয়ার আউকপাড়া এলাকার এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ ওই ব্যবসায়ী সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিকার চেয়েছেন সংশ্লিষ্টদের কাছে।
জানা গেছে, আউকপাড়া এলাকায় ন্যাশনাল প্লাজা সমিতি হতে আদর্শ গ্রামের মোঃ দুলাল মিয়ার স্ত্রী লাইলী বেগম বছর তিনেক আগে ওই গ্রামে ৫ শতাংশের একটি জমি লীজ নেন। গত ২৯ জুন ওই জমিতে বসবাসের জন্য ঘর-বাড়ি নির্মান করতে কতিপয় লোক তার কাছে চাঁদা দাবী করে এবং তা দিতে অস্বীকার করায় তাদের মারধর করে বলে ৩রা জুলাই ১৪জনকে জ্ঞাত ও ৪/৫ জনকে অজ্ঞাত করে আসামি করে একটি মামলা দায়ের করেন লাইলী বেগম। ওই মামলার ৬নং আসামী জহরচন্দার মৃত কফিল উদ্দিনের ছেলে ব্যবসায়ী আলাল উদ্দিনকে ফাসাঁনো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
তিনি জানান, ১৯ জুন হতে ২২ জুন পযর্ন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার পশ্চাদদেশে একটি গুরুতর অপারেশন করা হয়। যার দরুন সে হাটতে পারে না। এ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ২১দিন সম্পূর্ন বাসায় থেকে বিশ্রামের পরামর্শ দেন। সে অবস্থায় সে বাসাতেই অবস্থান করছিল বলেও জানান। এ ঘটনার পর প্রতিকার ও সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের সংশ্লিষ্ট উধ্বর্তণ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন বলেও জানান। এছাড়াও ঘটনার দিন এ মামলার অন্য আসামী শাকিলসহ কয়েকজনের আরেকটি মামলায় আদালতে হাজিরা থাকায় তারা সেখানে অবস্থান করছিল বলেও জানান তারা।
এ ব্যাপারে লাইলী বেগমের
মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com