প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:৪৩ এ.এম
ভাবিকে ধর্ষণ মামলায় কারাগারে দেবর
স্বামীর অনুপস্থিতিতে ভাবিকে ধর্ষণ, দেবর নাইম কারাগারে।কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর নাইম শেখ (১৭)–কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযুক্তকে আটক করে...ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুলাই) গভীর রাতে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে। নাইম শেখ ওই গ্রামের ইদ্রিস শেখের ছেলে।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত নাইম শেখ ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে বড় ভাই বালুর নৌকার কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে গেলে গৃহবধূ ঘরে একা ছিলেন। এই সুযোগে নাইম ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী জানান, তার দেড় বছরের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে নাইম তাকে ধর্ষণ করে। এর আগেও কয়েকবার অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর তিনি স্বামীকে বিষয়টি জানান। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয় একদল ব্যক্তি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু শেষ পর্যন্ত আশ্বাসে আস্থা না রেখে গৃহবধূ বাবার সঙ্গে থানায় গিয়ে মামলা করেন।
মঙ্গলবার দুপুরে নাইম শেখকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ধর্ষণের অভিযোগে নাইম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী নারীর দাবি, “দেবরের এমন জঘন্য কাজের উপযুক্ত শাস্তি চাই। যাতে অন্য কেউ এমন কাজ করার সাহস না পায়।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com