প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:৪৬ এ.এম
ছাএ ছাএীদের মাঝে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়

আজ পীরগাছা উপজেলার ৫ নং ছাওলা ইউনিয়নের শিবদেব চর দি মুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকার কতৃক ফলজ,ভেষজ গাছের চারা ষষ্ঠ হতে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে হাতে তুলে দেওয়া হয় ।এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ লাল মিয়া।আরও উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকা।শেষে বক্তব্য রাখেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে!
সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রানে।বৃক্ষ রোপন কর্মসূচি হল গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের একটি উদ্যোগ। এই কর্মসূচীর মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা, কার্বন নিঃসরণের পরিমাণ কমানো এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।আমাদের দেশে দিনে দিনে গাছ পালা কমে যাচ্ছে এতো করে আমাদের অক্সিজেন এর কারনে ঝুঁকি বেড়ে যাবে তাই আমরা সবাই নিজ দায়িত্বে গাছ লাগাবো এতে করে আমাদের পরিবেশ সুন্দর হবে আমাদের অক্সিজেন এর অভাব দুর হবে।আরও তিনি বলেন অযথা গাল পালা না কেটে বেশি বেশি করে সবাই গাছ লাগাবো।অএ বিদ্যালয়ের ছাএ ছাএীদের মাঝে এই সব কথা তুলে ধরেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com