চট্টগ্রামের পটিয়ায় একটি অবৈধ গ্যাস ক্রসফিলিং কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার রাত ৩ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী খরনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুজাফরাবাদ গ্ৰামের শীল পাড়া এলাকায় অবৈধ গ্যাস কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কারখানায় মোট ৫১২ গ্যাস সিলিন্ডারের বোতল, ২ টি হাওয়া মেশিন এবং এই কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এএসইউ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মোহাইমিনুর রহমান (১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। পটিয়া থানার এস আই সমির ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযানে পৌঁছানোর আগেই অবৈধ গ্যাসের কাজে জড়িতরা পালিয়ে যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com