প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৯:১৪ এ.এম
ক্যাম্পাসে ভ্রাম্যমান পাঠাগার প্রতিষ্ঠা করলেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা নিয়ন

ক্যাম্পাসে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও পাঠ্যাভাস চর্চা বৃদ্ধির কথা চিন্তা করে ভ্রাম্যমান পাঠাগার স্থাপন করেছে ঢাকা কলেজ ছাত্রদল নেতা দেওয়ান ফজলে হাসান নিয়ন । মঙ্গলবার দুপুর বেলা ঢাকা কলেজ মুক্তমঞ্চ প্রাঙ্গনে উন্মুক্ত এ পাঠাগার তিনি প্রতিষ্ঠা করেন।
তিনি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য ও সাবেক কমিটির সহ- দপ্তর সম্পাদক হিসাবে কাজ করেছেন । তিনি ঢাকা কলেজ ২০১৯-২০ সেশনের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের শিক্ষার্থী।
সাহিত্য, জীবনীগ্রন্থ, ধর্মীয় ও ঐতিহাসিক বইয়ের সমাহারে পাঠাগারটি প্রাকৃতিক গাছের সাথে যুক্ত করা হয়েছে।
পাঠাগার স্থপনের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদল নেতা নিয়ন বলেন, বাংলাদেশে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী ও নৈরাজ্যময় কার্যক্রম পরিচালনা করে। ফলে ছাত্ররাজনীতির সংস্কৃতির চরম ছন্দপতন হয়েছিলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কল্যান এবং সেবা সাধনের জন্য বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকান্ড পরিচালনার করা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই মেধা,মনন,সৃজনশীলতা,ও প্রজ্ঞা প্রগতি নির্ভর রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে। এরই ধারাবাহিকতায় ও আমাদের সাংগঠনিক অভিভাবকের নির্দেশনার উপর ভিত্তি করে আজকে আমাদের এই শিক্ষার্থীবান্ধব উদ্যেগটি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে, দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে অন্যান্য ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে ইতিবাচক কার্যক্রমে অনেকটা উৎসাহ এবং আগ্রহী হয়ে উঠবে। এর ফলে শিক্ষাঙ্গনে একটি সুস্থ প্রতিযোগীতার রাজনীতির পরিবেশ গড়ে উঠবে, যার সামগ্রিক ফল সাধারণ শিক্ষার্থীরা ভোগ করতে পারবেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com