প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১১:৫২ এ.এম
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন মাদ্রাসা, দুর্ভোগে শিক্ষার্থীরা

বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা যেন সামান্য বৃষ্টিতেই পরিণত হয় একটি বড় জলাশয়ে। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বৃষ্টির পানিতে মাদ্রাসার শ্রেণিকক্ষ, একমাত্র যাতায়াতের রাস্তা এবং খেলার মাঠ হাঁটু পানির নিচে ডুবে যায়, ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা পড়েন চরম দুর্ভোগে।
বুধবার ৯ জুলাই ২০২৫ সরেজমিনে গিয়ে দেখা যায়, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে অবস্থিত মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বৃষ্টির পানিতে প্রায় ডুবে আছে। নদীর পাশ ঘেঁষে মাদ্রাসা ও মাঠের অবস্থান হওয়ায় এবং সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। মাঠ ও রাস্তা জলমগ্ন থাকায় টিফিন টাইমে খেলাধুলাও করতে পারছে না তারা। যাতায়াতের সময় অনেক শিক্ষার্থী পা পিছলে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে জামা-কাপড় ও বই-খাতা। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার মদিনা, তাহাসিন আক্তার এবং ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, “প্রতিদিন এই দুর্ভোগের মধ্যে দিয়ে মাদ্রাসায় আসতে হয়। মাঠে পানি থাকায় খেলাধুলা বা সমাবেশও করা যায় না। দ্রুত রাস্তা সংস্কার ও মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক।”
স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছরই বৃষ্টির সময় এমন পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের এমন কষ্ট মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে মল্লিকেরবেড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, “ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।”
রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না ফেরদৌসী জেসমিন বলেন, “অতিবৃষ্টির কারণে এই উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
দ্রুত পদক্ষেপ না নিলে এ অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com