প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১১:৫৪ এ.এম
চকরিয়ায় সন্ত্রাসী কায়দায় কৃষকের ধানক্ষেত নষ্টের অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে সন্ত্রাসী কায়দায় কৃষকের ধানক্ষেত নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। বর্গাদাতা তৈয়বা বেগম ও নুরনাহার বেগম পিতা-এলাদত ও বর্গাচাষি আবুল কালাম,পিতা-মৃত সালেহ অভিযোগ করেছেন, সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত তাদের চাষকৃত জমির ধান বিনষ্ট করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পাশ্ববর্তী ৩নং ওয়ার্ডের আবুল হাশেম ও চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড়ের চিহ্নিত আওয়ামীগের দোসর মীরকাশেম মিন্টু(৪০) তার সঙ্গে থাকা বহিরাগত একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে আবুল কালামের চাষ করা ২০ শতক জমির ধানগাছ গুড়িয়ে দেয়।ঐ জমিটির মালিক বৈয়বা বেগম ও নুর নাহার বেগমের পৈতৃক প্রাপ্ত মোট জমির পরিমাণ ৬০ শতক।
বুধবার (৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী আবুল কালাম ও স্থানীয় কয়েকজন কৃষক সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে জমিতে ঢুকে সবুজ ধানগাছ নষ্ট করে দেয়, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com