প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১২:০৩ পি.এম
মাহমুদুর রহমানের মায়ের রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বহুল প্রচারিত দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহামুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের ভট্টকনকপুর মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং আমার দেশ পাঠক ফোরাম, বাগেরহাট এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত রোববার (৭ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন অধ্যাপিকা মাহামুদা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৭) বছর।
অধ্যাপিকা মাহামুদা বেগম ছিলেন একজন সজ্জন, শিক্ষানুরাগী ও সমাজসেবী। শিক্ষকতা পেশায় দীর্ঘদিন নিবেদিত থেকে তিনি সমাজে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন।
দোয়া মাহফিলে বক্তারা তাঁর শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন এবং মাহমুদুর রহমানসহ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমার দেশ পাঠক ফোরাম সদস্য সায়েদ সোমি বাদশার সভাপতিত্বে ও ভট্টকনকপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চুলকাঠি ক্যম্প আইসি পুলিশ পরিদর্শক মোঃ হানিফ সিকদার, হাফেজ মাওঃ আনিসুর রহমান, মুফতী আরিফ বিল্লাহ, হাফেজ মাওঃ তৈয়বুর রহমান, পাঠক ফোরামের আরিফুল ইসলাম রেজাউল, মোঃ বাবু মল্লিক, কবির হোসেন, হুমায়ূন কবির সুমন, আমার দেশ পত্রিকার মোল্লাহাট প্রতিনিধি এম এম মফিজুর রহমান, প্রতিনিধি খান আশিকুজ্জামান, রামপাল প্রতিনিধি শেখ মাসুম বিল্লাহ, চুলকাঠি প্রতিনিধি রুম্মান মাহমুদ শৈশব, ফকিরহাট প্রতিনিধি আরিফ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, শিক্ষক, ছাত্র এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com