‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’—এই মানবিক ও পরিবেশবান্ধব শ্লোগানকে সামনে রেখে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, রুকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, রিফাত, আবু কাইসার অপু, রকি, তাপস, রাহাদ, রায়হান, তৌফিক, আল আমিন, রিয়াজ, বাপ্পী, আশরাফুল, হাফিজ, শাহরিয়ার নিলয়, সামি, আলী নূর প্রমুখ।জানা গেছে, এই কর্মসূচির আওতায় নিম, আম, লটকন, কদবেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, কেন্দ্রীয় মসজিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফাঁকা জায়গায় এসব গাছ লাগানো হবে।বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন,"২৪ জুলাই শহিদদের স্মরণে ও তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিম গাছ রোপণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমের সূচনা করেছি।"তিনি আরও বলেন,"মোট ৫০০ গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য রয়েছে। চব্বিশের শহিদদের চেতনা হৃদয়ে ধারণ করে আমরা সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে এগিয়ে চলেছি। বিশ্ববিদ্যালয়ের ‘মীর মুগ্ধ সরোবর’ এলাকাকে কেন্দ্র করে একটি পরিকল্পিত বাগান গড়ে তোলার চিন্তাভাবনাও রয়েছে।"
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com