বহুদিন ধরে রাস্তার ভগ্নদশা চলমান থাকলেও আজ পর্যন্ত কোনো ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি- মুকসুদপুরের ফরিদ মিয়া কমপ্লেক্স থেকে আইডিয়াল স্কুল লেকপাড় হয়ে গোপিনাথপুর তেরাইসা মোড় এবং এর অন্তর্ভুক্ত বাইপাস সড়ক যেটি মুকসুদপুর কলেজ এবং গোপিনাথপুর সাবের মিয়া সড়ক ভাঙ্গা (খানাখন্দ ইটের রাস্তা) উত্তর পাড়া মিয়া বাড়ী মসজিদ হয়ে দক্ষিণাঞ্চলে শত শত মানুষ যাতায়াত করে। এসব রাস্তার করুণ অবস্থা প্রতিদিনের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।প্রতিদিন এই রাস্তাগুলো ব্যবহার করে আইডিয়াল স্কুল, গোপিনাথপুর কোয়ালিটি স্কুল এবং মুকসুদপুর কলেজের শতশত শিক্ষার্থী যাতায়াত করে থাকে। কেউ হাঁটতে গিয়ে পড়ছে, কেউ আবার ভ্যানে উঠতে গিয়ে বিপদে পড়ছে।রাস্তার দুরবস্থার কারণে এম্বুলেন্স কিংবা অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচল পুরোপুরি বাধাগ্রস্ত হয়ে পড়েছে। অসুস্থ রোগী পরিবহন কিংবা জরুরি মুহূর্তে কাউকে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অনেকেই বিকল্প, দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পৌর প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com