প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১২:৩৫ পি.এম
মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে এস্কেভেটর মেশিন দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন এর নেতৃত্বে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি বাজার থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ বরিশাল খাল ও সড়কের পাশের অংশ দখল করে ওই এলাকার
বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে পাকা ও টিন দিয়ে প্রায় শতাধিক দোকানঘর নির্মাণ করেন।
এরপর তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য জেলা প্রশাসক থেকে নোটিশ করা হয় কিন্তু তারা সে নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এরপর মাদারীপুর জেলা প্রশাসকের নিদর্শনায় গত ৬ এপ্রিল প্রথম ধাপে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। প্রথমবার অভিযানের পরে কিছু স্থাপনা রয়েছিল, সেগুলো ভেঙ্গে নেওয়ার কথা থাকলেও তারা অবশিষ্ট স্থাপনা গুলো ভেঙ্গে না নেওয়ার কারণেই দ্বিতীয় বার আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, বরিশাল খালের উপরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো শতশত স্থাপনা। কিছুদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করার পরে, কিছু স্থাপনা রয়েছিল সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে,এরপরেও তারা স্থাপনা শরিয়ে নেয়নি, আমাদের আগের যে উচ্ছেদ কার্যক্রম আংশিক বাকি ছিলো আজ তা সম্পুর্ন করা হয়েছে। আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com