প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৫:০৭ পি.এম
নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা
![]()
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদের হল রুমের বারান্দায় গতকাল ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান সহকারী অধ্যাপক ও সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে তার ছবি ও ঘটনার বিবরণ কয়েকজন ফেসবুকে শেয়ার করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। জানা যায়, তার নাম মো: শফিকুল ইসলাম (৪৬), বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বানির খামারে। তিনি একজন মিশুক (অটোরিকশা) চালক।
জানা গেছে, শফিকুল ইসলাম কুমরপুর থেকে যাত্রী নিয়ে নাগেশ্বরী আসেন। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে তার মিশুকটি ছিনতাই করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শফিকুলের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা জানান, "এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com