নরসিংদী জেলাধীন পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৪ মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, যার যার ধর্ম স্বাধীন ভাবে শান্তিতে বসবাস করেছে। তিনি আরও বলেন -ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা বিদেশিদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল। তারা টেরোরিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। সেই জুজুর ভয় দেখিয়ে, আইএসের ভয় দেখিয়ে ও হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে। বিদেশি শক্তিকে আওয়ামীলীগ এবার বিভ্রান্ত করতে পারবে না এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় নাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com