প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৫:১৭ পি.এম
ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস
![]()
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ এবং আশপাশের ফসলি জমি ও ভূমিহীন পরিবারের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে।
স্থানীয়রা বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে ঘটনাটি। এরপর শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগে নদী ও পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান আসবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com