ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত অংশীজনদের সাথে (এলজিসিআরআরপি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (৯ জুন) সকালে লালমোহন পৌরসভার হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন লোকাল গর্ভানমেন্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর মাধ্যমে লোকাল উদ্যতি পরিকল্পনা (এলপিপি) প্রণয়নের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বাজার পরিদর্শক আফসার হাওলাদার, প্রকল্পের ট্রেইনার মো. ইব্রাহীম, জুনিয়র ট্রেইনার মো. সবুর, জুনিয়র ট্রেইনার নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অংশীজনদের মাঝে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও প্রেসক্লাব আহবায়ক সোহেল আজিজ শাহিন, ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মো. জহিরুল হক, লালমোহন উপজেলা জাসাস এর সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আজাদুর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ওয়ার্ড পর্যায়ের অংশীজনরা৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com