প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:৩৬ এ.এম
জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর গৃহহীন পরিবারকে টিন বিতরণ ও আলিনগরে গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার আলিনগর ইউনিয়নে একগৃহহীন পরিবারকে ঢেউটিন বিতরণ ও আলিনগরর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ এর সংসদ সদস্য পদপ্রার্থী ড.মু. মিজানুর রহমান
বুধবার ৯( জুলাই) বিকালে আলীনগর ইউনিয়নে এক গৃহহীন পরিবারকে ৬ বান্ডিল টিন বিতরণ ও আলীনগরের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও একজন মুমূর্ষু রোগকে আর্থিক সেবা প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.মু. মিজানুর রহমান , এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হাকিম আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী আলিনগর ইউনিয়ন, আবুল কালাম আজাদ মহিউদ্দিন সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী ও চেয়ারম্যান পদপ্রার্থী আলীনগর ইউনিয়ন , মোঃ সইবুর রহমান সভাপতি যুব বিভাগ আলীনগর ইউনিয়ন, মো: মোস্তাকিম ইসলাম সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রহনপুর পৌরসভা, প্রবাসী আলহাজ্ব আতাউর রহমান প্রমুখ সহ ইউনিয়ন এর স্থানীয় নেতাকর্মী বিন্দু এসময় গৃহহীন পরিবারকে টিন বিতরণ করে নির্বাচনী গণসংযোগ করে ও একজন এক্সিডেন্ট রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করেন ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com