প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:৪৩ এ.এম
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কালিগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বুধবার (৯ জুলাই) বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও মা প্যাথলজী এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার "কালিগঞ্জ করিমপুর নেছারিয়া দ্বি-মুখী দাখিল মাদরাসা"য় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই কার্যক্রম ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উক্ত কর্মসূচির পরিদর্শক মোঃ নুর মোহাম্মদ,মোছাঃ মিম আক্তার, মোঃ আরিফ কবির ও মোঃ নুর আলম ইসলাম নয়নসহ সংগঠননের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির পরিদর্শক ও সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ বলেন, আমরা মনে করি, রক্তদানের প্রথম ধাপ হলো নিজের রক্তের গ্রুপ জানার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এই আয়োজন শুধু স্বাস্থ্যগত দিক নয়, মানবতার শিক্ষাও দেয়। আমরা চাই প্রতিটি তরুণ হোক সচেতন, প্রস্তুত ও সহমর্মী।সংগঠনটি বিভিন্ন সময়ে রক্তদান, কোরআন বিতরণ, স্বাস্থ্য সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানায় সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্ম ।পরিচালনার দায়িত্বে থাকা মোছাঃ মীম আক্তার বলেন, এই আয়োজন সফল করতে আমরা একাধিক দল গঠন করেছি প্রতিটি টিমের সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করেছে। শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের মাঝ থেকে ভবিষ্যৎ রক্তদাতা গড়ে তোলা ছিল আমাদের মূল উদ্দেশ্য।করিমপুর নেছারিয়া দ্বি-মুখী দাখিল মাররাসার সুপারিনটেনডেন্ট জনাব মোঃ আবু জাফর বলেন, এই ধরনের আয়োজন শুধু স্বাস্থ্যসচেতনতা নয়, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com