প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:৪৬ এ.এম
সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান মাদকবিরোধী চলমান অভিযানের অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা সূত্র।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মঙ্গলবার (৮ জুলাই) রাতে পুলিশ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকা থেকে ২০ পুড়িয়া হেরোইনসহ আতিক (২০), পুলস্থ বাজার এলাকা থেকে ৫০ পুড়িয়া হেরোইনসহ মেহেদী হাসান মিশু (২৫) এবং মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী রোড এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ কাজী মেজবাহ (১৯)।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে মোট ৭০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা। অভিযানের সময় পুলিশের একটি দল অভিযুক্তদের দেহ তল্লাশি করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
ওসি শাহীনুর আলম আরও জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একাধিক ইউনিট একযোগে অভিযান পরিচালনা করে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com