প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:০৬ এ.এম
রংপুরের পীরগঞ্জে নারী ফুটবল টুর্নামেন্ট খেলায় আসছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ভাইরাল ঈশিতা

পীরগঞ্জে নারী ফুটবল টুর্নামেন্ট খেলায় আসছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ভাইরাল ঈশিতা...
বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ফুটবল টুর্নামেন্ট খেলা । পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১১ জুলাই শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় ভাইরাল নারী খেলোয়ার ঈশিতা আসছে । সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তাই youtube, facebook, ইনস্টাগ্রাম, টিক টক, লাইকি ও whatsapp নয় সরাসরি দেখতে আসুন পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, নারী ক্রীড়াকে উৎসাহিত করতে ও নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। টুর্নামেন্ট সফল করতে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। উল্লেখ্য, এই আয়োজনের মধ্য দিয়ে পীরগঞ্জে নারী ক্রীড়ার বিকাশে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com