প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:২২ এ.এম
মাদারগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছ

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এসব গাছ পরিবেশের মারাত্মক ক্ষতি করে। জনসচেতনতার অভাব এবং নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছ ধ্বংসের পর্যাপ্ত অভিযান পরিচালনা না করার কারণে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত গাছ গুলো ।এ ব্যাপারে এলাকার কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, বেশিরভাগ লোক জানেই না যে এই গাছ গুলো নিষিদ্ধ। যদি গাছটি নিষিদ্ধ করা হয়ে থাকে তাহলে বাজারে বিক্রির জন্য উঠানো গাছগুলোকে জব্দ করা হোক। এ ব্যাপারে তারা প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com