বিগত এক সপ্তাহ যাবত বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলা পানি বন্যায় প্লাবিত। শত শত ঘরবাড়ি, মাছের খামার, গরুর খামার, হাঁস মুরগির খামার কাঁচা আধাপাকা বাড়ি ঘর পানিতে নিমজ্জিত হয়ে ডুবে রয়েছে। এ যেন কবির বাসায় বলতে হয়, নবগণে আসার গগনে তিল ঠাই আর নাহিরে, তোরা আজ যাসনে ঘরের বাহিরে। তাহলে ও তো কথা ছিল, আজ জনমনে প্রশ্ন, কোটি টাকার ক্ষয়ক্ষতি, অন্যদিকে খাল খনন কর্মসূচির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় খালের দুই পাশে কালভাট না থাকার কারণে জলাবদ্ধতায় দূষণ সহ ভাইরাসজনিত জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন পানি বাহিত রোগে আবাল, বৃদ্ধ, ভনিতা ঘরেই কাতরাচ্ছে। হাসপাতালে নেওয়ার মতো অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোন কর্তৃপক্ষ, নেই কোন জনসচেতনতা, সচেতনতামূলক ব্যবস্থা, জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, স্থানীয় সরকার ব্যবস্থা না থাকায় এসব দেখার মত কেউ নেই। নাগরিক সেবা থেকে বঞ্চিত সাধারণ জনগণ করের টাকা, খাজনার টাকা, বিভিন্ন সরকারি শুল্কের টাকা দিয়ে মানুষ কেন সেবা পাবে না, জনজীবনে দুর্যোগপূর্ণ ক্রান্তিলগ্নে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতি
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com