প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:৪৬ এ.এম
মুকসুদপুরে জনতার হাতে একজন ডাকাত আটক

মুকসুদপুরে জনতার হাতে একজন ডাকাত আটক।
গণধোলাই দিয়ে তাকে থানায় হস্তান্তর।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৩নং
ওয়ার্ডের প্রভাকরদি পশ্চিম পাড়া ওহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখের ঘরে ডাকাতি করতে যেয়ে
এলাকাবাসীর হাতে একজন ডাকাত আটক হয়েছে। গণধোলাই দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জনগন থেকে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল শেখের বাড়ীতে গত ৯ জুলাই দিবাগত আনুমানিক রাত ২টার দিকে ৩/৪ জনের একটি ডাকাত দল উজ্জ্বল শেখের ঘরে ঢুকে তাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে একপর্যায়ে উজ্জল শেখ জীবন বাচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে আশ পাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে শহিদুল ফকির (৪০) নামে এক ডাকাতকে এলাকাবাসী ধরে ফেলে এবং সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটককৃত ডাকাতকে গণধোলাই দেয়। আটককৃত ডাকাত শহিদুল ফকির মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে বলে জানা গেছে।
১০জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় আটককৃত ডাকাতকে স্থানীয় জনগণ মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে বলে মুকসুদপুর থানার ডিউটিরত কর্মকর্তা জানিয়েছেন ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com