বুধবার বেলা ২টায় উপজেলার বালিজুড়ী থেকে তেঘরিয়া যাওয়ার রাস্তার কালার মোড়ের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে ইটবাহী একটি টলিগাড়ী বালিজুড়ী বাজার থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা বাই সাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সাইকেল চালকের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং টলি গাড়ীর হেলপার গুরুতর আঘাত পায়।
গুরুতর আহতরা হলেন উপজেলার বাকুরচর এলাকার রাঙ্গা মিয়ার ছেলে মো:নাঈম (১৯) ও মির্জাপুর এলাকার হবি মন্ডলের ছেলে মো: জাকিরুল (৩৪)
ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com