প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১১:৩২ এ.এম
বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সামগ্রী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে থেকে মানবিক ও সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়ার ধুনট উপজেলার সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।
এ মহতী উদ্যোগে স্থানীয় ১৮২৭ জন জনসাধারণকে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিসিন, প্রসূতি, নাক-কান-গলা, চক্ষু ও শিশু রোগ বিশেষজ্ঞগণ স্বতঃস্ফূর্তভাবে এ চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।বিশেষভাবে উল্লেখযোগ্য, চক্ষু রোগীদের মধ্যে থেকে ১৩ জনকে ছানি অপারেশনের জন্য রেজিস্ট্রেশন করা হয়। তাদেরকে পরবর্তীতে সম্মানিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে।
শুধু চিকিৎসা নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার আলো ছড়িয়ে দিতে সেনাবাহিনী এ আয়োজন থেকে ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম শুধু চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি জনগণের পাশে থেকে জাতির সেবা করার তাদের এক আন্তরিক প্রয়াসের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com