রাজবাড়ীর গোয়ালন্দে দোকানঘরসহ এক শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. আ. আউয়াল মোল্লা (৪৫)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া তমছের মাতুব্বর পাড়ার বাসিন্দা এবং মো. আ. করিম মোল্লার ছেলে।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ. আউয়াল দাবি করেন, তার ছোট ভাই মো. আব্দুল বাতেন মোল্লা প্রায় ১৬ বছর আগে গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লা পাড়ায় কল্পনার ক্লিনিকের সামনে অবস্থিত চৌচালা তিন সার্টারবিশিষ্ট একটি দোকানঘর ও ১ শতাংশ জমি স্থানীয় আহাম্মদ আলী মন্ডলের কাছ থেকে ক্রয় করে সেখানে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত দুই-তিন বছর ধরে আহাম্মদ আলী মন্ডলের ভাতিজা হেলাল মন্ডল, বিল্লাল মন্ডল ও হেলাল মন্ডলের ছেলে জনি মন্ডল ওরফে রাজনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি উক্ত জমি নিজেদের দাবি করে ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা চালিয়ে আসছিল।বর্তমানে বাতেন মোল্লা সৌদি আরবে অবস্থান করায় বড় ভাই হিসেবে আ. আউয়াল বিষয়টি নিয়ে আদালতের আশ্রয় নেন। তিনি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস পিটিশন মামলা (নং-৩০১/২০২৫) দায়ের করেন এবং ফৌজদারি কার্যিবধির ১৪৪ ও ১৪৫ ধারায় আবেদন করেন। আদালতের নির্দেশে গত ২৩ জুন গোয়ালন্দঘাট থানা পুলিশ সংশ্লিষ্ট স্থানে গিয়ে নোটিশ জারি করে এবং সব পক্ষকে আদালতের আদেশ মেনে চলার নির্দেশ দেয়।তবে আ. আউয়ালের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে গত ৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দোকানের তালা ভেঙে সেখানে জোরপূর্বক নতুন তালা লাগিয়ে দখলের চেষ্টা চালায়। এসময় ‘রুবি স্টিল কিংথ নামের সাইনবোর্ড খুলে ‘মায়ের দোয়া ভাই ভাই স্টোরথ নামে ব্যানার লাগিয়ে দোকানের ভেতরে থাকা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।আ. আউয়াল আরও জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে তিনি নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভাইয়ের কেনা সম্পত্তি, দোকানঘর এবং লুট হওয়া মালামাল উদ্ধারে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহŸান জানান।এ-সময় সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমি দাতা আহম্মদ আলী মন্ডল, বিবাদী হেলালের মা ছামিমা বেগম, বাতেনের চাচা আ. রহিম মোল্লা, মো. আ. কাদের মোল্লা প্রমূখ।এ বিষয়ে অভিযুক্ত হেলাল মন্ডলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার চাচা আহাম্মদ আলী যে ১ শতাংশ জমি বাতেন মোল্লার নিকট বিক্রি করেছেন সেটা ৪৬৯ দাগের সম্পত্তি। কিন্তু বর্তমানে যে দোকান ও জমি নিয়ে বিরোধ, সেটি ৬৯৭ দাগ, বিএস খতিয়ান ১৭১, যা আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি। এটি নাল জমি এবং আমাদের নিজেদের দখলে থাকা সম্পত্তি। তারা কিভাবে সেটি দাবি করে, সেটাই আশ্চর্য।তিনি আরও বলেন, আমাদের কাগজপত্র সবার জন্য উন্মুক্ত, আপনারা চাইলে দেখতে পারেন। যদি কাগজপত্রে দোকানঘর বাতেন মোল্লার হয় তাহলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com