প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১২:০৪ পি.এম
মধ্যনগরে এসএসসিতে পাসের হারে শীর্ষে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় ৯২.৩৯ শতাংশ পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একতা জুনিয়র উচ্চ বিদ্যালয়, যার পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। তৃতীয় স্থানে আছে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, যেখানে পাসের হার ৮৫ দশমিক ৭১ শতাংশ। এছাড়া গলহা উচ্চ বিদ্যালয়েও সন্তোষজনক ফলাফল হয়েছে, পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ।
অন্যদিকে, চামরদানী উচ্চ বিদ্যালয় ছিল সবচেয়ে নিচে। প্রতিষ্ঠানটি মাত্র ৫৮ দশমিক ১৮ শতাংশ পাসের হার অর্জন করেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ ছাড়া আবিদনগর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬২ দশমিক ৫০ শতাংশ, মধ্যনগর বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ে ৬৬ দশমিক ৫৬ শতাংশ এবং ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ৬৮ দশমিক ৬০ শতাংশ।মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় এবার ৭১ দশমিক ১১ শতাংশ পাসের হার অর্জন করেছে, যা মেয়েদের বিদ্যালয় হিসেবে একটি ইতিবাচক দৃষ্টান্ত। অন্যদিকে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ফলাফল ছিল ৭৩ দশমিক ৩৯ শতাংশ।
বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সুরঞ্জন সরকার বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই ভালো ফল এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা সচেষ্ট থাকবো।
উপজেলার অভিভাবক ও শিক্ষকমহল জানান, কিছু বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভাব-অনটনের মাঝেও ভালো ফল করেছে। তবে যেসব প্রতিষ্ঠান আশানুরূপ ফলাফল করতে পারেনি, সেগুলোর প্রতি প্রশাসনের নজরদারি ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com