নেত্রকোনার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নে ভিজিডি (VGD) কার্ড বিতরণ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ২নং শুনই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সাহেব। তিনি বলেন,
“ভিজিডি কার্ড গরিব মানুষের হক। এটি যেন দোস্তদের মধ্যে ভাগাভাগি না হয়। যারা স্বাবলম্বী, তাদের নয়—অসচ্ছল, দরিদ্রদের মধ্যেই এই কার্ড পৌঁছাতে হবে।”তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই প্রকৃত দুস্থদের মাঝে, ভিজিডি কার্ড পৌঁছে দেওয়া হবে।সভায় বক্তারা অনিয়ম, ও ভিজিডি কার্ড বণ্টনে স্বজনপ্রীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং বিএনপির অবস্থান ও নীতিমালার প্রতি আস্থা প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com