প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১০:৩১ পি.এম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজনে আগামী ১৯ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
তিনি বলেন, “জনশক্তিই সংগঠনের প্রাণ। ইসলামী আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করতে হবে।” তিনি দাওয়াতি তৎপরতা, সাংগঠনিক প্রস্তুতি এবং মিডিয়া ব্যবস্থাপনায় আরও সচেতন ও দক্ষ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, মাওলানা সিরাজুল মাওলা, মাওলানা এ এস এম হালিম উল্যাহ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ শাহেদ খাঁন, মাওলানা সবুর খাঁন, মাওলানা সোলাইমান চৌধুরী, মোহাম্মদ মাকছুদুর রহমান ও আব্দুল ওয়াদুদ কাউকাব।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com