প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১০:৩৪ পি.এম
শিবগঞ্জে মোবারকপুর ইউপি পক্ষ থেকপ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মোবারকপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অত্র ইউনিয়নের ২০২৫ সালে এস,এস,সি ও সমমান পরীক্ষায় উর্ত্তীর্ণা শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মোবারকপু নামোটিকোরী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামেরসভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা)।
নুরুল ইসলাম মারুফের সঞ্চালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোঁয়াবাড়ি চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রইসুদ্দিন, শিক্ষক রেজাউল করিম, আব্দুর করিম, সেবক আল আমিন সহ শিক্ষানুরাগিগণ।
সভায়, প্রধান অতিথি মাহমুদুল হক হায়দারী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা নিয়ে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মোবাইল ফোনে আসক্ত না হয়ে, পড়া লেখায় মনযোগ দিয়ে দেশ গড়ার প্রতিজ্ঞা নিতে হবে হবে।
উল্লেখ, এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোবারকপুর ইউনিয়নের ১৭০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com