মাগুরার মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হোটেল ব্যবসায়ী হারুন হোটেলর এক নারী কর্মীকে ধর্ষণ করেছে।
জানাযায় ঐ হোটেলে রান্নার কাজে দুইজন মহিলা নিয়োজিত ছিল।
১১ জুন শুক্রবার কাজ শেষ হবার পর মহিলা কর্মীদের বেতনের টাকা না দিয়ে (পরদিন টাকা দিবেন) বাড়ি চলে যেতে বলেন। কিছুক্ষণ পর হারুন একজন মহিলা কর্মীকে ফোন করে টাকা নিয়ে যেতে বলেন। টাকা নিতে আসার পর হারুন উক্ত কাজের মহিলাকে জোর করে ধর্ষণ করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে মহম্মদপুর থানা একটি মামলা হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে মহম্মদপুর থানা পুলিশের টিম ধর্ষক হারুনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।
ধর্ষক হারুন মহম্মদপুর সদরের ধোয়াইল গ্রামের পূর্ব পাড়ার তফেজ ফকিরের ছেলে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com