প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:২৮ পি.এম
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় “নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা” ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সভাপতি মো. ইমাম হোসেন সেলিম।
মিছিলটি পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আনিসুজ্জামান সোহাগ,জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. সাজ্জাদ হুসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সাধারণ সম্পাদক ডা. এস এম নাসির উদ্দিন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব মো. শাফায়াতসহ আরো অনেকে। এ সময় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখন নিজেদের কর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা ১৬ বছর মজলুম ছিল, তারাই এখন জালিম হয়ে উঠেছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই।”
তারা আরও বলেন, “শুধু সোহাগ নয়—গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে যারা খুন হয়েছেন, প্রত্যেক হত্যার বিচার করতে হবে। আর যদি জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদাবাজ ও খুনিদের ধরতে ব্যর্থ হন, তাহলে তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com