বাগেরহাট জেলা সদরের বেশরগাতী গ্রামে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজারের অধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব মো, সাইদুর রহমান।
বক্তব্য রাখেন, লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সেবার উদ্ধোধনী অনুষ্ঠানে সিনিয়র সচিব মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, ডাক্তার এস এম আবু জাফর প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলু, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান, বাগেহরাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির জেলা সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, মেজর জিহাদসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হার্ট, গাইনী, চক্ষু, নিউরোসহ ২০টি বিভাগের দেশ সেরা ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসক তিন হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে দরিদ্র রোগীদের লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com