রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত (১ বছরের সাজা প্রাপ্ত) এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাজিম উদ্দিন, পিতা- মোঃ আব্দুল জলিল, মাতা- রহিমা বেগম, সাং- মুসলিম ব্লক, ডাকঘর- বাঘাইছড়ি, উপজেলা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) জনাব মাহমুদুল হাসান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব হুমায়ূন কবীর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মামুন হোসেন এবং এএসআই (নিরস্ত্র) নাজমুল হুদা, সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী থানায় দায়েরকৃত সিআর মামলা নং ১৫৩৫/২৩-এর গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন হেয়াকু বাজার এলাকায় তার কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com