পিরোজপুরের মঠবাড়িয়া এই সংসদীয় আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা।
তবে কেউ কেউ মোটরসাইকেল শোডাউন করে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগ আর্কষণের চেষ্টা করেও ব্যর্থ রণেভঙ্গ দিয়েছে। আবার কেউ দলের নীতিনির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য নানা কৌশল খুঁজে বের করার চেষ্টায় মরিয়া রয়েছে।
এআসনে এবার বিএনপির মনোয়ন চান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নেতা এ আর মামুন খান নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে,ততোই নির্বাচনী মাঠে এ আর মামুন খান একচ্ছত্র আধিপত্যর বহিঃপ্রকাশ ঘটছে।
এদিকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছ। তবে এই আসনে মনোনয়ন বিবেচনায় এখানে বিএনপি তো বটেই বিএনপি বিরোধীরাও এ আর মামুন খানের বিকল্প স্বপ্নেও ভাবছে না।
জানা গেছে, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতৃত্ব বিএনপির নীতিনির্ধারণী মহল আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খান মনোনয়নের সবুজ সংকেত দিয়ে মাঠ গোছানোর পরামর্শ দিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। ফলে তিনিই বিএনপির টিকিট পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত।
স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনে লৌহমানব হিসেবে পরিচিত। তার রয়েছে নিজস্ব স্বকীয়তা, সামাজিক মর্যাদা, পারিবারিক ঐতিহ্য, পরিচিতি ও আর্থিক স্বচ্ছলতা, রয়েছে বিশাল কর্মী বাহিনী। তিনি অনেক আগেই আদর্শিক, কর্মী-জনবান্ধব, সৎ রাজনৈতিকের প্রতিকৃতি ও গণ-মানুষের নেতার উপাধি অর্জন করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
সাধারণ জনগনের মনের আশা আমরা দলমত নির্বিশেষে এ আর মামুন ভাইকে চাই।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com