দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আরো একজনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে হাকিমপুর (হিলি) পৌরসভার মালেপাড়া এলাকায় রাব্বী নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাড়ি ভাংচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত বাবলু (৩২) হলেন পৌরসভার চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।
এদিকে ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলেন, লিনা পারভীন (৪২), জিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে দুই জনকে গতকাল থেকে বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক রাব্বী । আজ বিকেলে মারধর করা অবস্থায় একজনের মৃত্যু হয়।
হাকিমপুর থানা ওসি নাজমুল হক বলেন, একজন মহিলা এসে যানায় তার ছেলেকে চোর সন্দেহে মালেপাড়ায় এলাকায় আটক করে মার ধোর করে। এমন সংবাদ পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পাঠালে ঘটনাস্থল থেকে বাবলু নামে একজনের লাশ উদ্ধার করি, চোর সন্দেহে তাকে মার ধোর করা হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com