প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৪০ পি.এম
মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন

শনিবার (১২ জুন) সন্ধ্যার পূর্বমূহুর্তে মাগুরার শ্রীপুর উপজেলার প্রসিদ্ধ লাঙ্গলবাঁধ বাজরস্থ শৈলকূপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া এলাকার তুলা ব্যবসায়ী মিজান মোল্লার তুলা ফ্যাক্টরীতে আগুন লেগে ১০ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগি মিজান মোল্লা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ঔই এলাকার বাসিন্দা নায়েব আলী জানান, শনিবার সন্ধ্যার পূর্বমূহুর্তে তুলার ঘরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে আগুন আগুন বলে চিৎকার দেন। তার চিৎকার শুনে এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশেপাশের ও বাজারের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। আগুনের গতি এতোই বেশী ছিল যে,সাধারণ মানুষের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা আদৌও সম্ভব ছিল না। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে পরে শ্রীপুর উপজেলা ও শৈলকুপা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ও শৈলকুপা ফায়ার সার্ভিসের দুইটি টীম দীর্ঘ সময় আপ্রাণ চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হন কিন্তু ততক্ষণে তুলা ফ্যাক্টরীটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এবিষয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাঁধ বাজারে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই শৈলকুপা ও শ্রীপুর উপজেলা থেকে দুইটি টীম দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে শুরু করি। তুলা ফ্যাক্টরীর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। তবে সর্বচ্চ চেষ্টার মাধ্যমেই কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হই। তুলা ফ্যাক্টরীটি পুড়ে গেলেও আমাদের কারণে পার্শবর্তী দোকানগুলি আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে আগুন লাগার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগি পরিবারটি সঠিক করে বলতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে এবং ক্ষতি পরিমানও ১০ লক্ষ টাকা হতে পারে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com