ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই ( শনিবার) বিকেলে লালমনিরহাট রেলওয়ে রিকশাস্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে “আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ” চাঁদাবাজদের আস্তানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ এনামুল হকের সভাপতিত্বে শহরের মিশন মোড়ে, পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ গাজী রমজান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ মহিবুল্লাহ প্রমূখ। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকম মন্তব্য করেন।
এসময় ইসলামী যুব আন্দোলনের নয়ন মিয়া, নাসির উদ্দিন, নুরুল ইসলাম প্রমূখসহ দায়িত্বশীলবৃন্দগণ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com