প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৫৬ পি.এম
কালিহাতীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালিহাতীতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (১২জুলাই) দিনব্যাপী কালিহাতীস্থ টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিসিন, গাইনি, স্কিন বিশেষজ্ঞ, সার্জিক্যাল, শিশু এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা বিনামূল্যে ওই ক্যাম্প পরিচালনা করেন। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ সংমিশ্রিত ৯৮ ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ ইস্ট বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। বিগত সময়ে যেমন সাথে ছিল তেমনি ভাবে আগামি দিনেও পাশে থাকবে। সেনাবাহিনী বিভিন্ন জেলায় এই কার্যক্রম চলমান রাখবে। এদিন ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সর্বমোট ১৪৬৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্য ওষুধ প্রদান এবং ১৫০ জনকে চশমা দেওয়া হয়। এই সেবা পেয়ে উপজেলার সর্বস্তরের জনগণ উপকৃত হন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com