প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:৩৬ এ.এম
স্বাস্থ্য সচিবের মতবিনিময় সভা থেকে জামায়াতের বর্জন

স্বাস্থ্য সচিবের মতবিনিময় সভা থেকে জামায়াতের বর্জন আজীজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার ও কমপ্লেক্স উদ্বোধন এবং স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখা। শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান, এটিএম আকরাম হোসেন তালিম, এম এ সালাম, রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব মো: মশিউর রহমান ও মো: ফরিদুল ইসলাম, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তবে সভার শুরুতেই জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে আগত প্রতিনিধি দলটি সভাস্থল ত্যাগ করেন।
জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ জানান, “আমাদের দলকে রাজনৈতিক দল হিসেবে আমন্ত্রণ জানানো হলেও, সভাস্থলে এসে আমরা সম্মানজনক আচরণ পাইনি। এ কারণে আনুষ্ঠানিকভাবে সভা বর্জন করেছি।” একই বিষয়ে পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান গণমাধ্যমকর্মীদের যথাযথ মূল্যায়ন না করার বিষয়টিতেও নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, “কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com