বরিশাল নগরীর পোর্ট রোড এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এবং ব্যবসায়ী সমৃদ্ধ এলাকা। বিশেষ করে মৎস্য, চাল , ফল ও তরকারীর পাইকারী বিক্রয় কেন্দ্র হিসেবে বহুল পরিচিত। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী। চলতি বর্ষা মেীসুমে গত কিছুদিনের বৃষ্টিতে রাস্তাটির এমন অবস্থা হয়েছে যে এখানে দেখে বোঝার উপায় নেই যে এটি কোন রাস্তা । এমন অবস্থায় পোর্ট রোড এলাকার ব্যবসায়ীবৃন্দ রাস্তা সংস্কারের দাবীতে প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট করতে অভিনব প্রতিবাদের পথ বেছে নেয়। আজ তারা সকলে মিলে পোর্ট রোডের প্রধান সড়কে আনারস এবং কচু গাছ রোপন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এ ব্যাপারে জানতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com